আওয়ার ইসলাম: ভারতের আসামে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছে বিরোধী দলের বিধায়ক অনন্ত কুমার মালোর নাম। তিনি বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রভাবশালী নেতা।
চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদসহ আসামের বহু বিশিষ্টজন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
তিনি বলেন, এনআরসি নিয়ে ভালো কিছু আশা করা যাচ্ছে না। প্রকৃত নাগরিকরাই তো বাদ পড়েছেন। এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)। তাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে, এই তালিকা ত্রুটিপূর্ণ। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
আসুর নেতাদের দাবি, আসামের ভূমিপুত্ররাই এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত হবে এই দাবি গোড়া থেকে তুলে এসেছে আসু। তা সত্ত্বেও বাদ পড়ল ভূমিপুত্ররা। সাংবাদিকদের ডেকে বৈঠক করে সংগঠনের সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ জানান, এনআরসির চূড়ান্ত তালিকায় আমরা খুশি নই। এটি অসম্পূর্ণ এনআরসি হয়েছে। ত্রুটিমুক্তের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।
এনআরসি নিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী ত্রুটিমুক্ত এনআরসি তালিকা প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন বলে অমিত শাহকে এক হাত নিয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেন, যে প্রক্রিয়ায় এই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অখুশি আমি। অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে।
উল্লেখ্য, শনিবার (৩১ আগস্ট) চূড়ান্ত নাগরিকপঞ্জী বা এনআরসি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে মোট ১৯ লাখেরও বেশি মানুষের নাম। এর নিয়ে আত্মহত্যা করেছেন অনেকেই।
আসামের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাগরিক তালিকাকে ঘিরে সেখানে এ পর্যন্ত ৫৭ জন মানুষ আত্মঘাতী হয়েছেন।
-এএ