শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

হিন্দুস্তান মুর্দাবাদ-মোদিকে হুমকি দিয়ে ‘পাক-বার্তা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি ও ভারতকে জম্মু ও কাশ্মির থেকে সেনাবাহিনী সরাতে বলা হয়েছে। পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে ভারতের ফোন নম্বরে এমন হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, হোয়াটসঅ্যাপে পাঠানো এমনই একটি মেসেজ ঘিরে বুধবার তোলপাড় শুরু হয়। যে মেসেজ পাকিস্তানের পক্ষ থেকেই পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।

খবরে বলা হয়েছে, কোল্লাম কালেক্টরেটে মঙ্গলবার মেসেজটি পাঠানো হয়। যে মেসেজে ভারতকে জম্মু ও কাশ্মির থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদিকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই মেসেজে।

সেইসঙ্গে সেনাবাহিনীর সদর দফতর, বিজেপি ও রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) সদস্যদের উদ্দেশেও হুমকি দিয়ে বলা হয়েছে, বার্তা প্রেরকরা সকলের ওপরই নজরদারি চালাচ্ছে।

কোল্লাম জেলা প্রশাসনের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কালেক্টরেটের মোবাইল ফোন নম্বর, যেটা কেরলা বিপর্যয় মোকাবিলা দফতর জরুরি পরিস্থিতিতে তাদের কন্ট্রোল রুমের নম্বর হিসেবে ব্যবহার করে থাকে, তাতেই মঙ্গলবার রাতে পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে হুমকিবার্তা পাঠানো হয়।

তদন্তকারী এক কর্মকর্তা বলেছেন, ‘কন্ট্রোল রুমের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে যাতে বলা হয়, হিন্দুস্তান মুর্দাবাদ। সঙ্গে অন্যান্য অনেক কথাও লেখা হয়েছে। আমরা একটি এফআইআর দায়ের করে তদন্ত করছি।’ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পুলিশের হাতে তদন্তে সাহায্যের জন্য সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ