শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

রাজবাড়িতে জমি জটিলতায় থমকে গেছে নির্মিতব্য মডেল মসজিদের কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই থমকে গেছে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট রাজবাড়ী জেলা মডেল মসজিদের নির্মাণকাজ। জেলা মসজিদ মসজিদটি নির্মাণে ১৬ কোটি টাকা ব্যয় হওয়ার কথা ছিল। কিন্তু জায়গা নিয়ে জটিলতার কারণে নির্মাণকাজ স্থগিত রয়েছে বলে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা ফিরোজ আল-মামুন গণমাধ্যমকে বলেন, রাজবাড়ী জেলাবাসী উপজেলা মসজিদের পাশাপাশি জেলা মসজিদটি নির্মান হোক এটা তাদের দাবি। জায়গার সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে। আমরা আশা করছি অতিদ্রুত নতুন জমি নির্ধারণ করে জেলা মসজিদটির নির্মাণের কাজ শুরু কারা হবে।

জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার বলেন, জেলা সমজিদটি এ জেলাবাসীর প্রাণের দাবি। সবাই চায় জেলা মসজিদটির নির্মাণকাজ অতিদ্রুত শুরু হোক।

রাজবাড়ী জেলা মসজিদ নির্মাণ কাজ স্থগিত হওয়ার বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল বলেন, রেলওয়ের জমিতে জেলা মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছিলো। টেন্ডারের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শামীম এন্টার প্রাঃ কুষ্টিয়া। কাজের অংশ হিসেবে ইতোমধ্যে আংশিক পুকুর ভরাট ও শতাধিক পাইলিং তৈরির কাজ করেছে প্রতিষ্ঠানটি।

নির্মাণকাজ শুরু হওয়ার পরপরই রেলেওয়ে বিভাগ থেকে তাদের জমিতে কাজ স্থগিত করতে চিঠি প্রেরণ করেছে। বর্তমানে মসজিদ নির্মাণের জন্য নতুন জমি খোঁজ করা হচ্ছে। সরকারিভাবে নতুন জমি নির্ধারণ হলে জেলা মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। মসজিদটি হবে ৪ তলা। সেখানে কয়েক হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম চলবে। জেলা মসজিদটি নির্মাণ হলে সৃষ্টি হবে একটি দৃষ্টি নান্দনিক স্থাপনা।

এ বিষয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জেলা মডেল মসজিদ নির্মাণের বিষয়ে উর্দ্ধতন পর্যায়ে আলোচনা চলছে। স্থান নির্ধারণ ও অনুমতি পেলে জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ হবে।

রাজবাড়ী গণপূর্ত বিভাগ কার্যালয় থেকে জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মসজিদগুলো নির্মাণ করবে গণপূর্ত বিভাগ। প্রতিটি মসজিদ নির্মাণে লাগবে ৪৩ শতাংশ জমি।

ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় কর্তৃক (সূত্র নং: ০১/ভবনস্থাপন/২০১৫/তারিখ-১৫/০২/২০১৫) জানা গেছে, রাজবাড়ী জেলা মসজিদের স্থান নির্ধারণ করা হয় কেন্দ্রীয় ঈদগাহ থেকে ১শ মিটার দূরে রেলওয়ে কলোনী জামে মসজিদের পাশে। ৫/৫/২০১৮ইং তারিখে কাজ শুরু হয়।

হঠাৎ করেই মসজিদ নির্মাণ কাজ স্থগিতের জন্য গত ৩০/৬/২০১৯ তারিখে মহা পরিচালক, বাংলাদেশ রেলওয়ে,রেল ভবন, ঢাকা বরাবর একটি চিঠি প্রেরণ করেন বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী, (পশ্চিম) বাংলাদেশের চিফ এন্সেট অফিসার ড. মো. আবদুল মান্নান। তারপর থেকেই নির্মাণ স্থানের জায়গায় সমস্যার কারণে কাজ বন্ধ হয়ে যায়।

পাশাপাশি জেলার সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় চলছে উপজেলা মডেল মসজিদ নির্মাণের কাজ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ