আওয়ার ইসলাম: ভারত সরকারের দেওয়া শর্তে মুক্তি পেতে রাজি হননি জম্মু-কাশ্মিরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ। আর তাই তিন সপ্তাহ পরও তাদের বন্দিদশা কাটলো না৷ উল্টে বাড়লো তাদের বন্দিদশার মেয়াদ৷
৫ আগস্ট জম্মু-কাশ্মির রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পাশাপাশি রাজ্যটিকে দুই ভাগে ভাগ করে ভারতের বিজেপি সরকার। তখনই এই দুই রাজনৈতিক ছাড়াও কয়েক শ রাজনীতিককে বন্দি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এ দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজে দেখা করতে গিয়েছিলেন জম্মু-কাশ্মিরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক৷ তিনি তাদের প্রস্তাব দেন যে, অজ্ঞাত স্থান থেকে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
তবে শর্ত হলো- বন্দিদশা থেকে মুক্তি পেলেও সমর্থকদের নিয়ে কোনো সভা-সমাবেশ করা যাবে না। স্বাভাবিকভাবেই এমন শর্ত মানতে রাজি হননি মেহবুবা এবং ওমর। এর পরই ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় তাদের আরও বেশ কিছু দিন বন্দি করে রাখার৷
তবে সত্যপাল মালিক দাবি করেছেন, তেমন কোনো প্রস্তাব নিয়ে তিনি মেহবুবা এবং ওমরের সঙ্গে দেখা করেননি৷ তার যুক্তি হলো- কাউকে আটক বা ছাড়ার সিদ্ধান্ত রাজ্যপাল নেয় না। এদিকে, এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।
উল্লেখ্য, মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহকে প্রথমে শ্রীনগরের হরি নিবাস প্যালেসে রাখা হয়ছিল বলে জানা যায়। কিন্তু পরে পৃথক গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করা হয়৷ অন্যদিকে, ওমর আবদুল্লাহর বাবা তথা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহকেও গৃহবন্দি করে রাখা হয়েছে।
-এটি