শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

যে শর্তে মুক্তিতে রাজি হলেন না ওমর-মেহবুবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সরকারের দেওয়া শর্তে মুক্তি পেতে রাজি হননি জম্মু-কাশ্মিরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ। আর তাই তিন সপ্তাহ পরও তাদের বন্দিদশা কাটলো না৷ উল্টে বাড়লো তাদের বন্দিদশার মেয়াদ৷

৫ আগস্ট জম্মু-কাশ্মির রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পাশাপাশি রাজ্যটিকে দুই ভাগে ভাগ করে ভারতের বিজেপি সরকার। তখনই এই দুই রাজনৈতিক ছাড়াও কয়েক শ রাজনীতিককে বন্দি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এ দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজে দেখা করতে গিয়েছিলেন জম্মু-কাশ্মিরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক৷ তিনি তাদের প্রস্তাব দেন যে, অজ্ঞাত স্থান থেকে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

তবে শর্ত হলো- বন্দিদশা থেকে মুক্তি পেলেও সমর্থকদের নিয়ে কোনো সভা-সমাবেশ করা যাবে না। স্বাভাবিকভাবেই এমন শর্ত মানতে রাজি হননি মেহবুবা এবং ওমর। এর পরই ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় তাদের আরও বেশ কিছু দিন বন্দি করে রাখার৷

তবে সত্যপাল মালিক দাবি করেছেন, তেমন কোনো প্রস্তাব নিয়ে তিনি মেহবুবা এবং ওমরের সঙ্গে দেখা করেননি৷ তার যুক্তি হলো- কাউকে আটক বা ছাড়ার সিদ্ধান্ত রাজ্যপাল নেয় না। এদিকে, এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।

উল্লেখ্য, মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহকে প্রথমে শ্রীনগরের হরি নিবাস প্যালেসে রাখা হয়ছিল বলে জানা যায়। কিন্তু পরে পৃথক গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করা হয়৷ অন্যদিকে, ওমর আবদুল্লাহর বাবা তথা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহকেও গৃহবন্দি করে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ