আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুলে মেয়র নির্বাচনে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) পরপর দুইবার হেরে যাওয়ায় খানিকটা সংকটের মুখোমুখি হয়েছিল দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)।
এবার দলের তিন প্রাক্তন মন্ত্রী পদত্যাগ করায় নতুন করে সেই সংকট আবারও মারাত্মক আকার ধারণ করেছে। এতে বিপাকে পড়তে হয়েছে দলটির সর্বোচ্চ নেতা ও তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে।
যারা দল থেকে পদত্যাগ করেছেন তাদের মধ্যে সাদউদ্দিন আরজিন (প্রাক্তন বিচারমন্ত্রী), বশির ইতালিয়ান (প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী) এবং নাহাদ অর্জুন (সাবেক শিল্প ও পরারাষ্ট্রমন্ত্রী) রয়েছেন। গত জুলাই মাসে তারা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি থেকে পদত্যাগ করেন।
এদিকে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ দাউদ রাজধানী আঙ্কারায় একটি নতুন দলের সদর দফতর স্থাপন করছেন। তিনি আবারও ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং রাষ্ট্রপতি এরদোগানের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ অনুষ্ঠিত ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে সরকারি দলের প্রার্থীকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন একরেম ইমামগ্লু। পরে ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগ তুলে সরকারি দল একে পার্টি ইস্তাম্বুলে পুনর্নির্বাচনের দাবি তোলে। প্রেসিডেন্ট এরদোয়ানও তার দলের পরাজয় প্রত্যাখ্যান করেন। ২৩ জুন ভোটের দিন নির্ধারণ করে গত মে মাসের শুরুতে পুনর্নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। পরে মেয়র পদে পুনর্নির্বাচনেও সরকারি দল হেরে যায়।
সূত্র: আল আরাবিয়া ডটনেট
আরএম/