আওয়ার ইসলাম: কক্সাবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সাম্প্রতিক সমাবেশ নিয়ে সরকার চিন্তিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হুমকির কোনো কারণই নেই, তারা এখানে আশ্রয় নিয়েছে। এখানে এগারো লাখের মতো রোহিঙ্গা রয়েছে। আমি মনে করি না এটা কোনো হুমকি।
গত ২৬ আগস্ট গ্রেপ্তার হওয়া চারজন মিয়ানমারের নাগরিক দেশটির গোয়েন্দা সংস্থার কোনো সদস্য বা তারা আসলে কারা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, এরকম ঘটনা সব সময়ই ঘটে থাকে, কেউ ভুলবসত সীমানা ক্রসও করে ফেলে, কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে। এগুলো তদন্তের পর বলবো, এর আগে বলা যাবে না।
বঙ্গবন্ধুর খুনিরা আওয়ামী লীগের ভেতরেই রয়েছে এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি তো অনেক কিছুই বলে, সেগুলো আপনারাই জাননে, এ নিয়ে আমার কিছু বলার নেই।
আরএম/