আওয়ার ইসলাম: বাংলাদেশের মতো ফিলিপাইনেও ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। দেশটিতে ইতোমধ্যে লক্ষাধিক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন হাজারের কাছাকাছি মানুষ।
এমন পরিস্থিতিতে দেশটির সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
তারই ধারাবাহিকতায় এবার বাতান রাজ্যের বারানগাই নামক গ্রামে একটি প্রকল্প চালু করা হচ্ছে, গ্রামবাসীদের মধ্যে কেউ যদি দুই'শ টি মশা মারতে পারে, তাহলে তাকে এক কেজি চাল দেয়া হবে। গ্রামের চেয়ারম্যান মারসিয়ালিতো বালান এমন ঘোষণা দেন।
তিনি বলেন, কড়াই বা থালার মধ্যে ভোজ্য তেল লাগিয়ে মশা ধরার পদ্ধতি ফিলিপাইনে দীর্ঘদিন ধরে চলে আসছে। সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভব বৃদ্ধি পাওয়ায় এ পদ্ধতি পুনরায় চালু করা হয়েছে। এ কাজের মাধ্যমে গ্রামবাসীরা আয়ও করতে পারবেন।
উল্লেখ্য, ফিলিপাইনে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট এক লাখ ৮৮ হাজার ৫৬২ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন অন্তত ৮০৭ জন। গত বছর এই সময়টিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৮৯৭ জন।
এডিস মশা নিয়ন্ত্রণে দেশটির সরকার ইতোমধ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির যেসব এলাকায় ডেঙ্গুর জ্বরের প্রাদুর্ভাব বেশি সেসব এলাকার জলাশয়ে ব্যাপক হারে ‘মসকিটো ফিস' এবং ব্যাঙ ছাড়া হয়েছে।
-এএ