আওয়ার ইসলাম: জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি জামালপুরে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন।
তদন্তের শুরুতেই তারা জেলা প্রশাসকের বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত ওই নারী অফিস সহায়কের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।
দুপুর পৌনে ২টার দিকে অভিযুক্ত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষ থেকে বের হয়ে আগামী রোববার থেকে নতুন করে আবারও ৫ দিনের ছুটির আবেদন করেন। এর পরই জেলা প্রশাসকের কার্যলয় ত্যাগ করেন ওই নারী।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত থেকে ফেসবুকে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারা দেশে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ডিসি আহমেদ কবীরকে ২৫ আগস্ট ওএসডি করা হয়।
-এএ