আওয়ার ইসলাম: জামালপুরের বকশীগঞ্জে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন স্থানীয় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেকুজ্জামান ছোটন জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকা ও হামিদুর রহমান ফর্সার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে হামিদুর রহমান ফর্সা বিদ্যালয়ে এসে অফিস কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। এতে প্রধান শিক্ষিকার ডান হাত ভেঙে যায়। এ সময় প্রধান শিক্ষিকার ব্যবহৃত মোবাইল ফোনটিও ভেঙে ফেলে হামিদুর রহমান ফর্সা। পরে প্রধান শিক্ষিকা নিজে দরজা খুলে দিলে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।।
স্থানীয় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, এ ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন জানান, শিক্ষকের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে, বকশীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাফুজ জানান, জামালপুরে সভা থাকায় ওসি সাহেব বর্তমানে সেখানে রয়েছেন। তারপরেও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরএম/