আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই সফলভাবে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, মেজর জেনারেল গফুর এক টুইট বার্তায় লেখেন, ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের টর্পেডোর মাধ্যমে সর্বোচ্চ ২৯০ কিলোমটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি এর একটি ভিডিও প্রকাশ করেছেন।
জেনারেল গফুরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রেসিডেন্ট আরিফ আলভি সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় উৎক্ষেপণকারী দলের প্রশংসা করে গোটা জাতিকে অভিনন্দন জানিয়েছেন।
গত মে মাসে পাকিস্তান শাহিন-২ নামে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। সেটিও ছিল ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া গত জানুয়ারিতেও আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের এক প্রশিক্ষণে মহড়ায় নাসার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
আরএম/