শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ইশা ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশ ৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯৯১ সালের ২৩ আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অগ্রযাত্রা শুরু হয়। ত্রিধারার শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত কাফেলা দেশ-জাতি, ইসলাম, মানবতা ও বিশেষত একদল নীতি আদর্শবান দেশপ্রেমী নাগরিক তৈরীর কল্পে ধারাবাহিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংগঠনের ২৮ বছর পূর্তি ও ২৯ বছরে পদার্পন উপলক্ষে ইশা ছাত্র আন্দোলন বিভাগভিত্তিক প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করে।

আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২ টায় ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় ও কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে খুলনার শহীদ হাদিস পার্ক-এ খুলনা বিভাগীয় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সভাপতিত্ব করবেন ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ ডা. মোখতার হুসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আঃ আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।

বিভাগীয় সমাবেশ সফলে মহানগর ও জেলার উদ্যোগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। পোষ্টারিং, দেয়াল লিখন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট দাওয়াত পত্র প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে লিফলেট বিতরণ, বরেণ্য শিক্ষাবিদ রাজনীতিবিদ সাংবাদিকদের নিকট দাওয়াত পত্র প্রদান, থানা উপজেলায় যৌথ আলোচনা সভা, সংগঠনের সাবেক দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা এবং আগামী ৩০ আগস্ট ২০১৯ ইং শুক্রবার খুলনা মহানগর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে থানা উপজেলার ব্যবস্থাপনায় প্রচার মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে ১০ হাজার ছাত্রের উপস্থিতি নিশ্চিত কল্পে সমাবেশ বাস্তবায়ন নির্বাহী কমিটি কর্মকাণ্ড পরিচালনা করেন। সমাবেশ সফলে বাস্তবায়ন নির্বাহী কমিটির আহবায়ক খুলনা মহানগর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সারাদেশে ইশা ছাত্র আন্দোলনের সমর্থক, সদস্য, দায়িত্বশীল ও সূধীজনদের নিকট বিশেষ দুয়ার আহবান জানান। পাশাপাশি খুলনায় বসবাসকারী সর্বস্তরের ছাত্র বন্ধুদের অংশগ্রহণের আহবান জানান।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ