আওয়ার ইসলাম: বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কোনো অন্যায় করেননি। তিনি হয়তো সহজ জিনিসটা বুঝতে পারেননি। এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছোট-খাটো বিষয় নিয়ে পাগলের মতো ওই ফেসবুকে লেখালেখির কোনো যুক্তি নেই। আপনাদের দেখতে হবে মূল লক্ষ্যে আমরা যাচ্ছি কিনা। কেউ একটা ছোট ভুল করে ফেলল তোমার তো তাকে এখনই কবর দিয়ে দিতে হবে না। দেখতে হবে সে এখন কী কাজ করছে।
মির্জা ফখরুল দাবি করেন, রুমি ফারহানা গণতন্ত্রের জন্য কাজ করছেন। তিনি দেশনেত্রীর মুক্তির জন্য কাজ করছেন বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
এর আগে গত ৩ আগস্ট নিজের নামে রাজধানীর পুর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে আবেদন করেন রুমিন ফারহানা।
জাতীয় সংসদের প্যাডে পাঠানো ওই চিঠিতে রুমিন লেখেন- ‘ঢাকাস্থ পুর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নেই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নেই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’
আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।
এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমূল সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে মঙ্গলবার আবেদনটি প্রত্যাহার চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এ এমপি।
আরএম/