আওয়ার ইসলাম: কুষ্টিায়ার জগতি এলাকায় শ্লীলতাহানির বিচার না পেয়ে ফাহিমা খাতুন নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলেছে অভিযোগ উঠেছে।
নিহত ফাহিমা খাতুন ওই এলাকার ফারুক খানের মেয়ে। সে বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ফাহিমার বাবা ফারুক খান অভিযোগ করেন, একই এলাকার বদর শাহের বখাটে ছেলে সুজ্জল প্রায়ই তার মেয়ে উত্যক্ত করত।
গতকাল মঙ্গলবার সকালে সুজ্জল তার মেয়ের গায়ে হাত দেয় এবং অশ্লীল কথাবার্তা বলে। বিষয়টি বাড়িতে ফিরে পরিবারকে জানিয়ে ফাহিমা স্কুলে চলে যায়।
পরে এ ঘটনায় বিচারের সময় ফাহিমাকে নানা কটুক্তি ও দোষারোপ করে সুজ্জলের পরিবার। বিচারের নামে প্রকাশ্যে এমন অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে নিজ ঘরে ওড়নায় পেঁচিয়ে ফাহিমা আত্মহত্যা করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হোসেন জানান, মেয়ের বাবার কাছ থেকে এমন অভিযোগ শুনেছি। আত্মহত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে মঙ্গলবার রাতে জানাজা শেষে ফাহিমাকে দাফন করা হয়।
-এটি