আওয়ার ইসলাম: শরীয়তপুরের ডামুড্যায় এক মাদরাসার মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে রিফাত হোসেন (২৩) নামে এক তাবলীগ জামাতের সাথীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা ও সাথীরা খোঁজাখুঁজি করে পানি থেকে তার লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাও বিশ্বাস কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ডামুড্যা থানা ও জামাতের সাথী রাসেল আকন জানান, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা তাবলীগ জামাতের এক সাথী রিফাত হোসেন (২৩) মঙ্গলবার দুপুর ১২টায় ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাও বিশ্বাস কান্দি গ্রামের মাদরাসার মসজিদের পুকুরে গোসল করতে নামেন। পানিতে নেমে ডুব দিলে তিনি আর উঠেননি।
তিনি জানান, বেশ কিছু সময় ধরে তিনি না ওঠায় তার সঙ্গে থাকা অন্যান্য সাথীরা আশে পাশের লোকজন ও অন্যান্য সাথীদের জানায়। খবর পেয়ে ডামুড্যা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর উদ্ধার কর্মী ও ডামুড্যা থানা পুলিশ সেখান যায়। ঘটনার প্রায় ১ ঘণ্টা পরে বেলা অনুমান দেড়টায় খোঁজাখুঁজি করে রিফাতের লাশ পানি থেকে উদ্ধার করা হয়।
রিফাতের সঙ্গে থাকা সাথীরা বেশ কিছুদিন ধরে ঢাকা থেকে শরীয়তপুর জেলাতে তাবলীগ জামাতে দাওয়াতের কাজে আসেন। গত ২ দিন পূর্বে রিফাত হোসেন ও তার সঙ্গের সাথীরা ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাও বিশ্বাস কান্দি গ্রামের মাদরাসার মসজিদে তাবলীগ জামাতে যায়।
নিতের মামা হাজি সফি আহম্মেদ বলেন, আমার ভাগ্নে রিফাত বাড়ি থেকে শরীয়তপুরে তাবলীগ জামাতের দাওয়াতি কাজে বের হয়েছে। মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমরা তার লাশ বাড়ি নিয়ে দাফন করবো।
ডামুড্যা থানার ওসি মুহা. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। রিফাতের বাবা মকবুল হোসেনকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর লাশ তার কাছে হস্তান্তর করা হবে।
-এএ