আওয়ার ইসলাম: মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের একটি বারে পেট্রোল বোমা হামলায় ২৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতে রাজ্যটির কোতজাকোলকোস শহরের কাবালো ব্লানকো বারে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বারের ভেতর আগুনের সূত্রপাত ঘটায়, যেখান থেকে তা ছড়িয়ে পড়ে।
দেশটির রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আটজন নারী ও ১৫ জন পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হওয়া ১৩ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় আইনজীবীদের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্টেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে এই ঘটনা তদন্তের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। হামলার সঙ্গে জড়িতদেরকে শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের মানবিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক দল সশস্ত্র মানুষ এখানে গুলি ছোড়ার পর পেট্রোল বোমা ছুড়তে শুরু করে।
এর আগে গত জুলাইয়ের শেষে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের এল মনিটর দে পারাল নামের এক সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
-এএ