আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) মুহা. ইব্রাহিম খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার ব্যাপারে তদন্ত চলছে।
বুধবার (২৮ আগস্ট) কারওয়ান বাজার ওয়াসা কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাকে (ডিসি ইব্রাহিম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
এর আগে রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ডিসি ইব্রাহিমকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি করে। বিসিএস ২৪তম ব্যাচের এ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
জানা যায়, শহীদ বুদ্ধিজীবী একেএম শামসুল হক খানের পরিবারের বাড়ি ভাঙা, জমি দখলে সহযোগিতা, দায়িত্বে অবহেলা ও মিথ্যা তথ্য এবং ঘুষ নেয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
-এএ