আওয়ার ইসলাম: গণপিটুনি ও গণপিটুনিতে হত্যা ঠেকাতে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চলতি মাসেই এ সংক্রান্ত বিল বিধান সভায় আনতে যাচ্ছে।
জানা গেছে, গণপিটুনি রুখতে চলতি মাসের ৩০ তারিখ বিধানসভায় বিল পেশ করা হবে।
মঙ্গলবার তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, এই বিলের উদ্দেশ্য দুর্বল ব্যক্তিদের সাংবিধানিক অধিকার রক্ষা করা। একইসঙ্গে গণপিটুনির ঘটনা রোধ করা। আইনের মাধ্যমে এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব থাকছে।
জানা গেছে, বিলে গণপিটুনির ক্ষেত্রে কঠোর শাস্তির কথা থাকছে। গণপিটুনিতে মৃত্যু হলে অপরাধীদের বিরুদ্ধে সশ্রম যাবজ্জীবন ও ১ লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। গণপিটুনিতে কেউ আহত হলে যে বা যারা করবে তাদের ৩ বছরের জেল এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
প্রস্তাবিত গণপিটুনি বিরোধী বিলে রাজ্য পুলিশের মহানির্দেশক কোঅর্ডিনেটর বা সমন্বয়কের কাজ করবেন। রাজ্যে তিনি নোডাল অফিসারের ভূমিকায় থাকবেন ও গণপিটুনির ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
জেলা পুলিশ সুপারের আওতায় ও কমিশনারেটগুলিতে এমন সমস্যা মোকাবিলার জন্য পৃথক নোডাল অফিসার থাকবেন। পাশাপাশি, জেলায় ও কমিশনারেটে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স। যারা এই গণপিটুনির বিষয়ে নজরদারি চালাবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে বা চোর সন্দেহে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা সামনে এসেছে। এতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারপরই রাজ্যে গণপিটুনি রুখতে উদ্যোগ নিল তৃণমূল সরকার।
আরএম/