শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

কাশ্মীর ইস্যু কোনভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়: আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যু কোনভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

তিনি বলেন, কাশ্মীর ইস্যু কোনভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। ভারত শক্তি প্রয়োগ করে কাশ্মীরের স্বাধীন সত্ত্বাকে হরণ করতে চাচ্ছে। ১৯৪৮ সালের জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীরী জনগণের মতামতের ভিত্তিতেই গোলযোগপূর্ণ কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।

আজ বুধবার খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভারত সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে ভারত কাশ্মীর অবরুদ্ধ করে রেখেছে। নাগরিক সুবিধা বন্ধ করে দিয়ে ভারতীয় বাহিনী কাশ্মীরীদের উপর অকথ্য জুলুম চালাচ্ছে। কাশ্মীরী মুসলমনাদের জীবন নিয়ে বিশ্ববাসী গভীরভাবে শংকিত। কাশ্মীরীদের অধিকার আদায় ও অবরুদ্ধ কাশ্মীরী জনগণকে রক্ষায় জাতিসংঘসহ বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, আলহাজ্ব আবু সালেহীন, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন প্রমুখ।

বৈঠকে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘চামড়া শিল্পসহ সর্বব্যাপী আর্থ-সামাজিক অস্থিরতা ও করণীয়’ শীর্ষক সেমিনারের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ