আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত থমথমে জম্মু-কাশ্মিরে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে জানতে চেয়ে মোদি সরকারকে নোটিশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে মোদি সরকারকে।
৫ আগস্ট মুসলিম অধ্যুষিত অধিকৃত কাশ্মিরের ‘বিশেষ মর্যাদা’ কেড়ে নিয়ে অঞ্চলটিকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রের শাসন জারি করে ভারতের বিজেপি সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত বহির্জগতের সঙ্গে কাশ্মিরের সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন।
মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক সেনা। এমন থমথমে পরিস্থিতিতে ‘বিশেষ অনুমতি’ ছাড়া কাশ্মিরে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ।
বিষয়টি নজরে এনে সেখানে সাংবাদিকদের প্রবেশের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে উচ্চ আদালতের দারস্থ হন কাশ্মির টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা বাসিন।
তার আবেদনের ওপর শুনানি শেষে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গাগৈর নেতৃত্বে বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়।
শুনানিকালে অনুরাধার বাসিনের আইনজীবী বীরেন্দ্র গ্রোভার আদালতকে বলেন, কাশ্মিরে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না, ইন্টারনেট সুবিধাও বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে পারে না।
-এটি