আবদুল্লাহ তামিম ♦
ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা, ‘কাউন্সিল অফ ইউরোপ’ ইউরোপের শীর্ষ বুদ্ধিজীবীর পুরস্কার দিতে যাচ্ছে চীনের উইঘুর সংখ্যালঘু মুসলিম ইলহাম তোহট্টিকে।
তিনি একজন উইঘুর কারাবন্দী। কাউন্সিলের সংসদীয় সম্মেলনে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদে দোষী সাব্যস্ত হওয়ার পরে ২০১৪ সালে অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহট্টিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
গত সোমবার ‘কাউন্সিল অফ ইউরোপ’ এর বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, উইঘুর সংখ্যালঘুদের পরিস্থিতি এবং চীনে আন্তঃজাতি সংলাপ প্রসারে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি, তোহট্টি ২০১৯ ভ্যাক্লাভ হাভেল পুরষ্কারের জন্য মনোনীত তিনজনের একজন।
পুরষ্কার বিজয়ীদের ৩০ সেপ্টেম্বর স্ট্র্যাসবুর্গে পুরস্কৃত করা হবে। ইউরোপের এ কাউন্সিল ইউরোপীয় মানবাধিকার সংস্থাগুলোর সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয়েছে।
তোহট্টিকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মার্কিন সংসদ সদস্যরাও মনোনীত করেছেন বলে জানা যায়। ইউরোপীয় পুরষ্কারের জন্যে একজন মুসলিমকে মনোনয়নের বিষয়টি চীন কঠোরভাবে নিয়েছে। চীন নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে তুর্কি-ভাষী সংখ্যালঘু চীনদের আচরণ জীবন নিয়ে তিনি অনেক বই লিখেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, জিনজিয়াংয়ের দশ লক্ষেরও বেশি সংখ্যক মুসলিম জাতিগত সংখ্যালঘু শিক্ষা ক্যাম্পে বন্দী আছেন। চীন প্রথমে শিবিরগুলির অস্তিত্ব অস্বীকার করেছিল। ভোকেশনাল এডুকেশন সেন্টার নামে অভিহিত করে এখন সেখানে মুসলিমদের বন্দী করে রাখে।
উল্লেখ্য, ‘কাউন্সিল অফ ইউরোপ’ ইউরোপীয় অঞ্চলের ৪৭টি দেশ নিয়ে গঠিত। এটি ১৯৪৯ সালে গঠিত হয়৷ এই পরিষদের সদরদপ্তর ফরাসি-জার্মান সীমান্তের স্টার্সবর্গে অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়ন হতে পৃথক একটি সংস্থা। সূত্র: আরব নিউজ, উইকিপিডিয়া
-এটি