আওয়ার ইসলাম: এবার বিএসটিআই’এর পরীক্ষা করা ১৫৪টি পণ্যের মধ্যে ১৩টি পণ্যে নিম্নমান পাওয়া গেছে। এর মধ্যে আছে রং ফর্সাকারী ক্রিম, ঘি, তেলসহ বেশ কয়েকটি পণ্য।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মুহা. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিএসটিআই নিম্নমানের পণ্যের তালিকা দাখিল করেন বিএসটিআইয়ের আইনজীবী।
এ সময় নিম্নমান ঘোষণার কয়েকদিনের মধ্যেই এ সব পণ্য, কীভাবে মানসম্মত হয়ে যায়, তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত।
পণ্যগুলো হলো- ১. ফার্ম ফ্রেশের ঘি, ২.ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ), ৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন), ৪ .মদিনা লাচ্ছা সেমাই, ৫.আয়োডিন যুক্ত লবন (উট), ৬. আয়োডিন যুক্ত লবন (নজরুল), ৭. মডার্ন স্কিন ক্রিম।
৮. জিএম স্কিন ক্রিম, ৯. এরাবিয়ান স্পেশাল ঘি, ১০. রেভেন লাচ্ছা সেমাই, ১১.খাজানা লাচ্ছা সেমাই,
১২.খাজানা ঘি ১৩. খাজানা চানাচুর।
-এএ