আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব রকম হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখছে তুরস্ক। বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার পর এবার রাশিয়ার থেকে স্টিলথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে এরদোয়ান সরকার।
বুধবার (২৮ আগস্ট) রুশ কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা আরআইএ-এর খবরে বলা হয়েছে, রাশিয়ার তৈরি স্টিলথ যুদ্ধবিমান এসইউ-৫৭ ও এসইউ-৩৫ তুরস্কের কাছে সম্ভাব্য হস্তান্তর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
রুশ কেন্দ্রীয় সামরিক কৌশলগত সহযোগিতার প্রধান দ্রিমিত্রি শুগায়েভ বলেন, স্টিলথ যুদ্ধবিমান কেনার বিষয়ে তুরস্ক আগ্রহ দেখিয়েছে। তবে তুরস্কের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত প্রস্তাব পাওয়া যায়নি। লিখিত প্রস্তাবের আগে আলোচনা চলছে।
এদিকে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়ার বার্ষিক বিমান প্রদর্শনীর উদ্বোধনীতে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আরএম/