আওয়ার ইসলাম: দীর্ঘদিন যাবত চলা আফগান যুদ্ধের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও আফগান সেনাদের ওপর হামলা অব্যাহত থাকবে বলে দাবি তালিবানের। এমনকি জোর করে ক্ষমতা দখল করতেও প্রস্তুত বলে জানিয়েছেন সশস্ত্র এ সংগঠনটির নেতারা।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) পরিচয় গোপন রাখার শর্তে তালিবানের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা 'রয়টার্সে'র কাছে এমন তথ্য প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, কাতারের রাজধানী দোহায় বেশ কয়েক দফা বৈঠকের পর যখন তালিবান এবং মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে চূড়ান্ত আলোচনা প্রায় শেষ; ঠিক তখনই গোষ্ঠীটির পক্ষ থেকে এমন মন্তব্য পাঠানো হলো।
এ দিকে তালিবানের অন্য এক শীর্ষ কমান্ডারের দাবি, চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। মূলত এর মাধ্যমেই আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
আফগান প্রশাসনের দাবি, চুক্তিটি স্বাক্ষরিত হলেই কেবল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনাসহ সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে। আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ এসব মন্তব্য এরই মধ্যে প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, এ ধরনের প্রচারণায় কর্ণপাত করে কারও বোকা হওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা আমরা এখন এবং যেকোনো চুক্তির পরও আফগান বাহিনীকে রক্ষা করব।
অপর দিকে বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে অনেকটা অধৈর্য হয়ে পড়েছেন। যে কারণে তিনি দ্রুত দেশটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে চান।
-এটি