আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। ভারতের উগ্রবাদী হিন্দুরা সে দেশের বিভিন্ন প্রদেশে মুসলমানদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে। মা-বোনদের হত্যা ও ধর্ষণ করছে।
তিনি বলেন, কাশ্মীর আজ বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের নীলনকশার অংশ হিসেবেই কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।
নির্যাতনের মাধ্যমে কাশ্মীরীদের ঈমান ও স্বাধীনতার চেতনাকে ছিনিয়ে নেয়া যাবে না। তিনি জাতিসংঘের ভুমিকায় হতাশা ব্যক্ত করে বলেন, মুসলমান হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কোন কার্যকর উদ্যোগ নেই।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের মানুষ নির্যাতিত কাশ্মীরীদের পক্ষে। তিনি অবরুদ্ধ কাশ্মীরীদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
তিনি রোহিঙ্গা মুসলমানদের নাগরিক যাবতীয় অধিকার নিশ্চিত না করে মিয়ানমারে ফেরত পাঠানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি চামড়া প্রসঙ্গে বলেন, সরকার সিন্ডিকেট করে চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে গরীব ও এতিমের পেটে লাথি মেরেছে।
তিনি রোববার গভীর রাতে পবিত্র হজ্জব্রত পালনশেষে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে নেতাকর্মীরা তাঁকে স্বাগত আসলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, হুমায়ন কবির, জাহাঙ্গীর আলমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার বেলা ১০টায় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পরিবারসহ পবিত্র হজ্জ্বব্রত পালনশেষে দেশে ফিরেছেন।
নগর দক্ষিণের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি পালন এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ ও পল্টন থানার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে ‘সুন্নাতের আমল করি পরিচ্ছন্ন নগর গড়ি’ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বক্তব্য রাখেন শাহবাগ থানা সভাপতি তকদির হুসাইন রুবেল, পল্টন থানা সভাপতি মুফতী আনোয়ার হোসাইন, যুবনেতা রাশেদ বিন মুঈন, হাজী মুহা. সিদ্দিকুর রহমান, মুহাম্মদ কামরুল হাসান, মুহা. ইব্ররাহীম, কবির হোসেন, মুহা. ইমরান হোসেন, দিদারুল আলম, ডা.মামুন খন্দকার প্রমুখ।
-এটি