আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনি শহর পূর্ব জেরুসালেমে তুর্কি ‘উস্কানি বন্ধে’ দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
গতকাল সোমবার এক টুইটবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
এদিকে আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন। এটিকে সামনে রেখে ইসরায়েল কাটজ বলেন, পূর্ব জেরুজালেমে তুর্কি উস্কানি বন্ধে প্যাকেজ পদক্ষেপ নেয়া হচ্ছে।
এরই মধ্যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। সরকারি এ পরিকল্পনার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে ২০১৭ সালের ৬ ডিসেম্বর তিন ধর্মের পবিত্র শহর ঐতিহাসিক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা, নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে।
এমন প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার ডাকে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর ইস্তাম্বুলে ওআইসির এক জরুরি সম্মেলনে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ৫৭টি মুসলিম দেশের জোট ওআইসি।
এছাড়াও জেরুজালেমে থাকা মুসলিমদের জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে তুরস্ক।
দেশটির এ সব পদক্ষেপে ক্ষুব্ধ ইসরায়েল এর আগেও বেশ কয়েকবার আঙ্কারার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এর জবাবে এরদোয়ানের তুর্কি সরকারও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে।
-এটি