আওয়ার ইসলাম: চালকদের জন্য মহাসড়কের পাশে পার্কিং সুবিধাসহ বিশ্রামাগার নির্মানের জন্য একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি ৫২ লাখ টাকা। এ ছাড়া ৫ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকার আরো ১২টি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এসময় সড়কের পাশের সব জায়গায় বাধ্যতামূলকভাবে গাছ লাগানোর অনুশাসন দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রকল্পটির আওতায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে বিশ্রামাগার নির্মাণ হবে।
এছাড়া বেনাপোল স্থলবন্দরে টার্মিনাল নির্মাণ, রাজধানীর উত্তরায় ওয়াসার পয়ঃশোধনাগার নির্মাণে ভূমি অধিগ্রহনসহ এক ডজন প্রকল্প অনুমোদন দেয়া হয়।
-এটি