শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, ৩৪ ঘণ্টায় ৭৭ জন আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদুর রহমান, যশোর থেকে: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১০ ঘণ্টায় ১৭ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। ২১ জুলাই থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯শ’ ৬৪ জন।

এর মাঝে ১শ’ ৯৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ১শ’ ৮ জন, উপজেলা হাসপাতালগুলোতে ৫১ জন ও অন্যান্য হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সর্বমোট ৭শ’ ৭০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই ২৪ ঘন্টার পর গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন।

গত ১০ ঘন্টায় যে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা হলেন- যশোর শহরতলীর খোলাডাঙ্গার আব্দুল হাকিমের স্ত্রী আকলিমা বেগম (৪০), সদর উপজেলার আবু মুছার স্ত্রী ফিরোজা বেগম (৩০), ঘুনি গ্রামের জামালের পুত্র সাজিদুর রহমান (১১), বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মানিকের স্ত্রী খাদিজা (২৫)।

বাঘারপাড়া পৌর এলাকার মেহেদী হাসানের ১৬ মাস বয়সের তাসমিয়া, দশপাকিয়া গ্রামের সেলিম রসুলের পুত্র রিয়াজুল (৩০), ঘোষনগর গ্রামের রুহুল আমিনের পুত্র ফয়সাল (২৩), চৌগাছা বাজারের আনন্দ পালের পুত্র বিজয় (১৭), মনিরামপুর উপজেলার কালারহাটের শহিদুল ইসলামের কন্যা মীম (৬), শার্শা উপজেলার কুলপালা গ্রামের সুরত আলীর পুত্র মনিরুজ্জামান (২৮)।

ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেনের পুত্র পিন্টু (৪৫), কেশবপুর উপজেলার মূল গ্রামের আমিনুর রহমানের ১৯ মাস বয়সী কন্যা সুমাইয়া, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামের রজব আলীর পুত্র জাহিদুল ইসলাম (৩৪), ঘোষপাড়ার সুশান্তের পুত্র শাওন (১১), বারোবাজারের শের আলীর স্ত্রী আনোয়ারা (২৫) ও নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি গ্রামের নওশাদ আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (৩৪)।

জেলা স্বাস্থ্য বিভাগ ও যশোর ২৫০ শয্যা হাসপাতালের কর্মকর্তাগণ বলছেন, ডেঙ্গু শনাক্তকরণে ৪ হাজার ৭শ’ ৭০টি কীটস মজুদ রয়েছে। তাদের মতে ডেঙ্গু জ্বর যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামনে সেপ্টেম্বর মাস। এ সময়ও এডিস মশার প্রভাব থাকে। সব মিলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তারা নাজুক অবস্থার মধ্যে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ