আওয়ার ইসলাম: নানা বাড়ি থেকে ঢাকায় পড়তে গিয়ে জাহিদুল ইসলাম (১০) নামে এক ছাত্র ঢাকাতেই নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার দিন পরও সন্ধান মেলেনি জাহিদুলের। জাহিদুলকে না পেয়ে তার পরিবারে চলছে শোকের মাতম।
সোমবার জাহিদুলের মামা মো. ফরহাদ হোসেন জানান, গত শুক্রবার জাহিদুল ইসলাম রাজধানী ঢাকার দক্ষিনখানের মধুবাগ দারুস সালাম মাদরাসা থেকে নিখোঁজ হয়।
জানা গেছে, জাহিদুলের নানা বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আজমত আলী। বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নওগা গ্রামে।
জাহিদুলের মামা ফরহাদ হোসেন বলেন, সে মধুবাগ দারুস সালাম মাদরাসা হিফজ বিভাগের ছাত্র। গত ২৩ আগস্ট শুক্রবার মাদরাসা থেকে জাহিদুল নিখোঁজ হয় বলে মাদরাসা থেকে জানানো হয়। মাদরাসা কর্তৃপক্ষও ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তার পরিবারের অভিযোগ।
তাকে ফিরে পাওয়ার জন্য পরিবারটি বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে ঘুরছেন। কিন্তু ঘটনার চার দিন পরও ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারে দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা।
আরএম/