শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ভারতের রাজস্থানে হিন্দু-মুসলিম সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে হিন্দু-মুসলিমদের মধ্যে সৃষ্ট সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারির পাশাপাশি রাজ্যে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

রোববার রাজ্যের মাধোপুর জেলার গঙ্গাপুর শহরে জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের র‍্যালিতে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এদিকে মাধোপুর পুলিশের সুপারিনটেডেন্ড হিন্দু নেতাদের বরাত দিয়ে সুধীর চৌধুরী ইন্ডিয়া টুডেকে বলেন, বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা গঙ্গাপুর শহরে র‍্যালিটি বের করেন। মিছিলটি যখন পার্শ্ববর্তী একটি জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছায়, তখন সেখানে অবস্থানরত মুসলিমরা তাদের বিপরীতে স্লোগান দিতে থাকে।

তিনি আরো বলেন, মূলত এতে পরিস্থিতি খারাপের দিকে গেলে সুমিত নামে ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু হয়। পরবর্তী সময়ে এলাকাটির নিয়ন্ত্রণ নিতে পুলিশ লাঠিপেটা করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে কোন মুসলিম নেতাদের বক্তব্য এখনো জানা যায়নি।

মাধোপুর পুলিশের বরাতে গণমাধ্যমটির দাবি, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে সিআরপিসি এরই মধ্যে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করেছে। তা ছাড়া অঞ্চলটিতে একসঙ্গে চারজনের বেশি লোকের সমাবেশ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ