আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কের স্থলবাহিনী শিগগিরই ফোরাত নদীর পূর্ব পাশে প্রবেশ করবে।
সোমবার তিনি এ কথা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
মালাজগির্ট যুদ্ধের ৯৪৮তম বার্ষিকীর এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, সিরিয়া সীমান্তে সন্ত্রাসীদের উচ্ছেদ করতে তুরস্কের দৃঢ় ইচ্ছাকে কেউ চ্যালেঞ্জ জানাতে আসবে না।
ফোরাত নদীর পূর্ব পাশে কোনও বাধার বিষয়ে এরদোয়ান সতর্ক করে বলেন, তুরস্ক তাদের পরিকল্পনা সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল।
সিরিয়া সেফ জোন গড়ে তোলার কথা ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলের পরিকল্পনার জটিলতা ও ষড়যন্ত্রকারী সেনারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
২০১৬ সাল থেকেই তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বড় ধরনের দুটি সামরিক অভিযান চালিয়েছে। অভিযান দুটির নাম ছিল ইউফ্রেতাস শিল্ড ও অলিভ ব্রাঞ্চ।
ওয়াইপিজি ও আইএসকে হটাতে এই অভিযান শুরু করে তুরস্ক। ওয়াইপিজিকে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিকেকের শাখা মনে করে আঙ্কারা।
প্রায় ৩০ বছর ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। এই সংঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।
আরএম/