আওয়ার ইসলাম: কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর প্রথমবারের মতো আজ সোমবার মুখোমুখি আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে কাশ্মীর ইস্যু অবশ্যই আলোচিত হবে।
ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়ে শেষ হওয়ার কথা রয়েছে বিকাল সাড়ে চারটায়।
রিপোর্টে বলা হয়েছে, নয়া দিল্লি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছে। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি অবশ্যই ট্রাম্প ও মোদির আলোচনায় স্থান পাবে। এ বছর এই দুই নেতার এটা হবে দ্বিতীয় সাক্ষাত। এর আগে জাপানের ওসাকা নগরীতে জি-২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে তারা সাক্ষাত করেছিলেন। তবে জম্মু কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের অবস্থানের পর এটাই হবে তাদের প্রথম বৈঠক।
এ ছাড়া নরেন্দ্র মোদি আরো তিনজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আজ সাক্ষাত করবেন। তারা হলেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ও চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এ ছাড়া তিনি জি-৭ শীর্ষ সম্মেলনের দুটি সেশনে অংশ নেবেন।
উল্লেখ্য, কাশ্মীর সঙ্কট সমাধানে তিনবার মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন ড়োনাল্ড ট্রাম্প। প্রতিবারই তাতে ক্ষুব্ধ হয়েছে ভারত। ভারত বলেছে, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক শিমলা ও লাহোর চুক্তির অধীনে। এক্ষেত্রে তৃতীয়পক্ষের মধ্যস্থতা অগ্রহণযোগ্য।
আরএম/