আওয়ার ইসলাম: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
জানা যায়, সোমবার সিঙ্গাপুরে চিকিৎসকের সঙ্গে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে মেয়রের। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে মঙ্গলবারই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে। তবে চিকিৎসক টেস্ট দিলে বা থাকতে বললে দেশে ফেরা দেরি হতে পারে।
তবে মেয়র দেশের বাইরে থাকলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম মনিটরিং করবেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পেয়েছিলেন সাঈদ খোকন। সে জন্য মাঝেমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় মেয়রকে।
-এএ