আওয়ার ইসলাম: গণপিটুনি বন্ধে কেন কার্যকর ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ সোমবার সকালে শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
এসময় গণপিটুনিতে নিহত রেনুসহ অন্যান্যদের জীবন বাঁচাতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়। রেনুসহ সব গণপিটুনি ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশও দেয় আদালত।
এর আগে, রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় ২৮ জুলাই।
-এটি