আওয়ার ইসলাম: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে দিকে এই ঘটনা ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, নিহতরা প্রসীত খিসাপন্থী গ্রুপের সন্ত্রাসী।
নিহতরা হলো- বুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানান, দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এতে তিনজন নিহত হয়েছে বলে শুনেছেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, এখন সেখানে সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা যাওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরএম/