আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের প্রবাসীদের উদ্যোগে গড়ে ওঠেছে আর্ত মানবতার সংগঠন বিজয়নগর ফ্যামিলি (ইউ,এ ই)।
জানা যায়, বিজয়নগরের দশটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে এ সংগঠনটি, ইতি মধ্যেই এলাকার অসহায় অনেক হত দরিদ্র পরিবার , অসহায় অসুস্থ রোগীসহ বিভিন্ন মসজিদ মাদরাসা নির্মাণে সাহায্য সহায়তা প্রদান করেছে সংগঠনটি। মানবিক ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।
বিজয়নগর ফ্যামিলি (ইউ,এ ই) সংগঠনের সভাপতি কাজী ইকবাল হোসেন সংবাদ মাধ্যমে বলেন, আর্ত মানবতার সেবাই মানুষের কাজ। আমরা মানুষের কল্যাণে রাসুল সা. এর আদর্শকে সামনে রাখতে চাই।
আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে বলেন, এমন কে আছে যে, আল্লাহকে উত্তম করয দেবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। (সূরা আল-হাদিদ-১১)
কুরআনের ভাষায় আমরা আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানের আশা করি। আমরা চাই আমাদের এলাকার প্রত্যেক মানুষ সুন্দরভাবে জীবন যাপন করে।
আল্লাহ তায়ালা আর্ত মানবতার সেবা ও দান করার কথা কুরআনেও বলেছেন, যে দান করে সে যেনো আল্লাহকে ঋণ দেয়। আল্লাহ তায়ালা বলেন ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন?
আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তাঁরই নিকট তোমাদেরকে ফিরানো হবে।’ (সূরা আল-বাকারা-২৬১)
আল্লাহ তায়ালা আরো বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সূরা আল-বাকারা-২৬১)
তিনি আরো বলেন, ইসলাম মানবতার ধর্ম। অর্থ বিত্ত আজ আছে কাল নেই। এ ছোট্ট জীবনে এমন কিছু কাজ করে যান যেন মৃত্যুর পরও আপনার কথা মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। কথায় আছে- এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন।
তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিজয় নগর প্রবাসীরা যেভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে যদি সারা বাংলাদেশের সব জেলার প্রবাসী ভাইয়েরা আমাদের মত এমন করে তাদের প্রতিটা জেলার অসহায়দের সাহায্যে এগিয়ে আসে আমার বিশ্বাস শুধু কথায় নয় বাস্তবেই আমরা ক্ষুদা এবং দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে পারব এবং গর্ব করেই বলতে পারব
আমরাই বাংলাদেশের গর্বিত প্রবাসী।
সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ খলিলুর রহমান বলেছেন, ইসলাম মানবতার ধর্ম ,মানব সেবা ইসলামের অনেক বড় একটি শিক্ষা। এ জন্য আমরা চাই মানুষ মানুষের প্রয়োজনে আরো এগিয়ে আসুক। কারন সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়।
কোন মানুষ যেন অসহায় হয়ে অনাহারে, অথবা অবহেলায় পীরিত না থাকে। সবার মাঝে এ মানসিকতা বা চেতনাবোধ জাগিয়ে দিতে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরিব হয়নি, বরং গরিব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি।
পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহ থেকে কোনো কষ্ট দূর করবে কিয়ামতের কষ্টসমূহ থেকে আল্লাহ তার একটি কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীকে দুনিয়াতে ছাড় দেবে আল্লাহ তা‘আলা তাকে দুনিয়া ও আখিরাতে তাকে ছাড় দেবেন।
যে ব্যক্তি কোনো মুমিনের দোষ গোপন রাখবে, আল্লাহ তা‘আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আর আল্লাহ তা‘আলা বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায়।’ (মুসলিম-৭০২৮; আবূ দাঊদ-৪৯৪৮; তিরমিযী-১৪২৫)
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মারুফ বলেছেন, দেশীয় এবং প্রবাসী যে সকল ভাইয়েরা বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন আপনাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ লিখে শেষ করতে পারব না তবে এইটুকু বলতে পারি নিশ্চয় আপনাদের এ পরিশ্রম বা অনুদানের পুরস্কার আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন।
সংগঠনের দাতা সদস্য সৌদি প্রবাসী মুন্সী মুহাম্মদ তৌহিদুজ্জামান বলেন সংযুক্ত আরব আমিরাত, বিজয়নগর ফ্যামিলি (ইউ,এ ই) এর নামে আর্ত মানবতার যেই সংগঠন, দশটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। শুধু অসহায় দরিদ্র জনগন এর স্বার্থে খোলা হয়েছে। সুতরাং যারা এ সগঠনে কাজ করে যাচ্ছে তারা সবাই একমাত্র নি:শ্বার্থ কাজ করে যাচ্ছে।
-এটি