শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আজ থেকেই ইসরায়েলে হামলা শুরুর ঘোষণা হিজবুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকেই ইজরায়েলে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল লেবাননের শিয়া মুসলিমপন্থী সংগঠন হিজবুল্লাহ।

সংগঠনের প্রধান হাসান নাসরাল্লাহর অভিযোগ, সম্প্রতি ইজরায়েলি ড্রোন হামলায় মারা গিয়েছেন তাদের দুই সদস্য। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত রোববার লেবাননের রাজধানী বইরুতের দক্ষিণে শহরতলি এলাকায় হামলা চালায় দু’টি ইসরায়েলি ড্রোন। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার জেরে নিহত হন দু’জন হিজবুল্লা সদস্য।

আর সেই ঘটনাতেই উত্তেজনা বাড়ছে। এরই প্রেক্ষিতে শিয়া মুসলিমপন্থী সংগঠন ইসরায়েলে আজ রাত থেকেই ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে। সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লার সেই হত্যার প্রতিশোধ নেওয়ারই হুঁশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সীমান্ত এলাকায় থাকা ইসরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্রস্তুত থেকো।

আমাদের জন্য অপেক্ষা করো। ২০০৬ সালে হিজবুল্লা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এই প্রথম এমন শত্রুভাবাপন্ন আচরণ। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী। ইসরায়েলি বিমান আসবে আর লেবাননের ওপর হামলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই।

এদিকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি নয় ইসরায়েলি প্রশাসন।

এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক হযে ওঠবে বলে মন্তব্য করেছেন তিনি।

পরিস্থিতি বেগতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ