বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আমিরাত কর্তৃক মোদিকে সম্মাননা দেয়ায় আল্লামা তাকি উসমানির টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা ‘কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ দেয় সংযুক্ত আরব আমিরাত। কাশ্মীরের চলমান মুসলিমদের উপর নির্যাতনের এ মুহূর্তে মোদিকে এ সম্মাননা দেয়ায় বিশ্ববিখ্যাত আলেম, মুফতিয়ে আজম, পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি টুইটারে আক্ষেপ ও দু:খ প্রকাশ করেছেন।

আজ রোববার আল্লামা তাকি উসমানি আরবি ভাষায় লেখা তার টুইট বার্তায় বলেন, ‘হায় আফেসোস! লক্ষ লক্ষ মুসলমানের রক্তে লাল হল যার হাত, মুসলমানদের ভূখণ্ড ছিনিয়ে নিয়ে গোটা কাশ্মীরকে কারাগারে পরিণত করল যে ব্যক্তি, যার কারণে কাশ্মীরে মুসলমানদের সবচেয়ে বড় গণহত্যা ঘটতে যাচ্ছে, সেই ব্যক্তিই কিনা এক আরব মুসলিম দেশ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন। এর চেয়ে বড় লজ্জা আর অপমাণ আর কী আছে!

Image may contain: one or more people

প্রসঙ্গত, বিতর্কিত এক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতেএবং ‘কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ পুরষ্কারে ভূষিত করেছে বাহরাইন।

গতকাল শনিবার নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দেয় সংযুক্ত আরব আমিরাত। তারা তাকে সর্বোচ্চ বেসামরিক পদক জায়েদ মেডেলে সম্মানীত করে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের এটিই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

আল জাজিরা জানিয়েছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দেন আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ান। এ সময় মোদির গলায় সোনার মেডেল পরিয়ে দেন তিনি।

Image may contain: 1 person, standing and indoor

এদিকে এ দিনেই তাকে বাহরাইনও সম্মানীত করে। বাহরাইনের বাদশা তাকে কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ পুরস্তার দেন। এটা প্রতিষ্ঠা করেন বাইরাইনের বাদশা দ্বিতীয় হামাদ ২০০৮ সালের ১৭ই এপ্রিল। জাতি গঠনে অগ্রগতিতে যেসব সেবা তার স্বীকৃতি হিসেবে এ পদক দেয়া হয়।

Image may contain: 1 person, standing

তিনি বাহরাইনের বাদশার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে বলেন, দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ পুরস্কার পেয়ে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান ও সম্মানীত বোধ করছি। আমাকে ও আমার দেশকে বন্ধুত দেখানোর জন্য আমি সমানভাবে সম্মানীত। ১৩ কোটি ভারতীয়ের পক্ষ থেকে এই অভিজাত সম্পান আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি।

উল্লেখ্য, কাশ্মীরে মুসলিমদের বিরুদ্ধে নিপীড়ন চালানোর অভিযোগ আছে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেখানে কারফিউ জারি করে, স্থানীয় রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করে, সরকার একতরফাভাবে প্রত্যাহার করেছে কাশ্মীরের স্বায়ত্তশাসন। এ নিয়ে নিন্দা জানানো হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে।

বিশেষ করে পাকিস্তান এমন উদ্যোগের কড়া প্রতিক্রিয়া দিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কাশ্মীর ইস্যু উঠেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

সূত্র: আল জাজিরা, জি নিউজ, ডন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ