আওয়ার ইসলাম: আমাজনে গত বৃহস্পতিবার ও শুক্রবার নতুন করে প্রায় ১২ শত স্থানে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আমাজনের অধিকারী দেশসমূহ।
ব্রাজিলের মধ্যে আমাজনের ৬০ শতাংশের অনেক স্থানে আগুনের কুণ্ডলী দেখা গেছে। শনিবার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ৪৪ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে ব্রাজিল। বিমান থেকে পানি ঢালার ব্যবস্থাও করেছে বলিভিয়া। তবু আগুন নিয়ন্ত্রণে আসছে না।
এরই মাঝে, ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিই জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চিহ্নিত হয়েছে নতুনভাবে ছড়িয়ে পড়া ১৬শ’র বেশি সক্রিয় আগুন।
চলতি বছর অন্তত ৭৩ হাজার দাবানলের ঘটনা ঘটেছে ‘দুনিয়ার ফুসফুস’ নামে খ্যাত আমাজনে। যা গত বছরের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি। হুমকিতে, ৩শ’ সম্প্রদায়ের প্রায় দশ লাখ আদিবাসীর অস্তিত্ব। ঝুঁকিতে বিশাল প্রাণীবৈচিত্র্য।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার আমাজন নদের পাশে প্রায় ৫৫ লাখ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এ রেইন ফরেস্ট। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের ২০ শতাংশেরই উৎপত্তি আমাজনে। প্রতিবছর ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এ বন বলে গবেষকরা জানান।
গেল কয়েক সপ্তাহ ধরে জঙ্গলটিতে জ্বলতে থাকা আগুনে এরই মধ্যেই পুড়ে গেছে ৭ হাজার ৭৭০ বর্গকিলোমিটার এলাকা। পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্যে ভরপুর এই অরণ্যে ২৫ লাখের বেশি পতঙ্গের প্রজাতি, ৪০ হাজারের বেশি গাছের প্রজাতি, দু’হাজার পাখি ও স্তন্যপায়ী প্রজাতি এবং ২ হাজার ২০০ প্রজাতির মাছের বাস।
-এএ