বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সোমবার দুপুরে বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এই যে মানুষ যারা আজ সহায় সম্বলহীন, সব কিছু হারিয়েছে, তারা আজ কথা শুনতে চায় না, ভাষণ শুনতে চায় না। তারা আজ সহায়তা চায়। তারা আজ পুনর্বাসন চায়। তারা আজ মানুষের মতো বাঁচতে চায়। আমরা সেই ব্যবস্থাই ইনশা আল্লাহ করব।

মির্জা ফখরুল ইসলাম সাহেব, এখানে এসে বিষোদগার করে গেছেন। কী দিয়ে গেছেন, কী সাহায্য করে গেছেন? শুধু বক্তৃতা দিয়ে গেছেন।

বিএনপি ভুল রাজনীতি করে দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিএনপির বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ করাই প্রমাণ করে রাজনীতিতে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ