আওয়ার ইসলাম; দেশের ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিশুকে খাবার দেয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯ এর খসড়াসহ সাতটি নীতিমালার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দুই মাস পর নতুন সরকারের ১৩তম মন্ত্রিসভার বৈঠক চলে প্রায় সাড়ে ৩ ঘণ্টা। বৈঠকের শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী ইয়াফেস ওসমানের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত বৈঠকে সাতটি নীতির খসড়া অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার অন্তর্ভুক্ত করে জাতীয় স্কুল মিল নীতি ২০১৯ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সারাদেশের ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিশুকে খাবার দেয়া হবে।
বৈঠকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর খসড়া অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে প্রতিবন্ধীদের শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কার্যকরী শিক্ষা দেয়া সম্ভব হবে।
এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠনের অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়।
-এটি