আওয়ার ইসলাম: বগুড়ার মহাস্থান মাজারের সাড়ে ৮৪ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে জোবায়েনুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুদক। অভিযুক্ত যোবায়েনুর রুপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক।
আজ সোমবার সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক রবীন্দ্রনাথ চাকী।
এজহারে বলা হয়, মাজার কমিটির অনুমতি ছাড়াই ব্যবসায়ী জাহেদুর রহমানের একাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর করে রুপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক।
একইভাবে গত বছর জানুয়ারিতেও জোবায়েনুর রহমান ও ব্যবসায়ী ফজলুল রহমান মন্টু আত্মসাৎ করেন ৩৫ লাখ ৬০ হাজার টাকা।
-এটি