বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


সেরা পুরস্কার পাওয়ার একদিন পরই ঘুষসহ পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তেলেঙ্গানায় সেরা পুলিশের সম্মাননা পাওয়ার একদিনের মাথায় ঘুষসহ হাতেনাতে ধরা পড়লেন পুলিশ অফিসার।

ভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার (১৬ আগস্ট) এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয় রাজ্যের মাহাবুবনগর ওয়ান-টাউন থানার কনস্টেবল তিরুপতি রেড্ডিকে।

দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) ডিএসপি কৃষ্ণ গৌড় জানান, বৈধ কাগজপত্র থাকার পরও রমেশ নামে এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন কনস্টেবল তিরুপতি।

পরে, এ বিষয়ে এসিবিতে অভিযোগ জানান রমেশ। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতেন তারা।

গত শুক্রবার (১৬ আগস্ট) পরিকল্পনা মোতাবেক ওই পুলিশ সদস্যকে ঘুষের ১৭ হাজার রুপিসহ হাতেনাতে আটক করেন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা।

ঘটনার মাত্র একদিন আগেই গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে ‘সেরা পুলিশ’র পুরস্কার পেয়েছিলেন আটক কনস্টেবল তিরুপতি রেড্ডি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ