আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বেশ কিছু এলাকায় চলাচলে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টায় পুলিশের সাথে শ্রীনগরের বাসিন্দাদের কয়েক দফা সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাতে সংঘর্ষে আহত হয়েছে ২৪ জন। শনিবার কিছু অঞ্চলে কারফিউ শিথিল হওয়ার পর শ্রীনগরে একাধিক স্থানে আন্দোলন শুরু হয়।
নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে আন্দোলনকারীরা পাথর ছুঁড়লে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও ছররা গুলি নিক্ষেপ করে পুলিশ। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে দেশটির সাবেক দুই সেনা কর্মকর্তাসহ ছয়জন।
আবেদনে বলা হয়, কাশ্মীরিদের মতামত না নিয়ে এত বড় সিদ্ধান্ত নেয়া জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তাদের দাবি, এই ধারা বাতিল করে ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পর্কে আঘাত করা হয়েছে।
-এটি