আওয়ার ইসলাম: রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে এগারোটার দিকে রংপুর মহানগরীর হাজিরহাট মন্থনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) শেখ মো. জিন্নাহ আল মাহমুদ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে এগারোটার দিকে তেতুলিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কান্তি পরিবহন বাসটি হাজিরহাট মন্থনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আনিছুর ররহমান আনিছ (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের মৃত খলিলুর রহমানের ছেলে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা ১০ মিনিট) ঘটনাস্থল থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে। বাসে থাকা যাত্রীদের বেশির ভাগই তেতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার যাত্রী। তারা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।
-এএ