আওয়ার ইসলাম: মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি কলেজসহ পাঁচটি জায়গায় হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগ সামরিক বাহিনীর সদস্য বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
মিয়ানমারের সংবাদপত্র ইরাবতি জানায়, এটি ডিএসটিএতে কয়েক দশকের মধ্যে এটি প্রথম আক্রমণ।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেন, পিন ও লুইন এলাকায় অবস্থিত দ্য ডিফেন্স সার্ভিসেস টেকনোলজি একাডেমিতে (ডিএসটিএ) বৃহস্পতিবার সকালে হামলা চালানো হয়েছে।
ওই সেনা মুখপাত্র আনাদোলু নিউজ এজেন্সিকে বলেন, এ হামলায় এক বেসামরিক নিহত হয়েছেন এবং আরও এক সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি সশস্ত্র গোষ্ঠী পিন ও লুইনের একটি সেনা চেকপোস্ট এবং শান রাজ্যের নাওং চোতে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, শান রাজ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাদক কারখানায় সেনা অভিযানের জবাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তা'য়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ওই হামলা চালিয়েছে।
-এএ