আওয়ার ইসলাম: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার দক্ষিন চরভাসানিয়ায় এলাকার বাসিন্দা নেওয়াজ আলীর। তার মেয়ে গোপালদী দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল বখাটেরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আসামি পক্ষের হুমকিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নেওয়াজ আলী ও তার পরিবারের সদস্যরা।
জানা যায়, প্রায় কয়েক মাস ধরে একই এলাকার জালাল মিয়ার ছেলে মোক্তার (২৫) তার সহযোগীদের নিয়ে ওই মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তারা ওই ছাত্রীকে কুপ্রস্তাবসহ নানান হুমকি দেয়।
গত ১৩ আগস্ট বিকালে ওই ছাত্রী আড়াইহাজার থানার গোপালদী থেকে প্রাইভেট পড়ে নৌকাযোগে চরভাসানিয়া ঘাটে এসে নামে। সে সময় মোক্তারের নেতৃত্বে একই এলাকার জমির আলীর ছেলে সিফাত (২৬), বেতের আলীর ছেলে ইব্রাহীম (২৮) ওই ছাত্রীর পথ রোধ করে। একপর্যায়ে বখাটেরা ওই ছাত্রীকে জোর করে নৌকায় তুলে নেয়। পরে সে সম্ভ্রম বাচাঁতে নদীতে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ দিকে এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানায় অভিয়োগ দায়েরে করেন তার মা কুহিনুর বেগম। অভিযোগের পর থেকে মোক্তার ও তার সহযোগীরা ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দক্ষিণ চরভাসানিয়ায় ঘটস্থলে যান মাধবদী থানার উপপরিদর্শক মো. মনির হোসেন। তিনি জানান, তারা ওই এলাকায় থাকাকালেই মোক্তারের সহযোগীরা ওই ছাত্রীর পরিবারের লোকজনকে পাকড়াও করে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি প্রাণের ভয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্যের আশ্রয়ে রয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আরএম/