বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


চাষাঢ়ায় লেভেল ক্রসিংয়ে বিকল ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রেল ক্রসিংয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা থেকে রিলিফ ট্রেন পৌঁছে ট্রেনটি সরিয়ে নেয়।

ট্রেনটির পরিচালক খালেদ মোশাররফ জানান, দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বেলা ১টা ৭ মিনিটে চাষাঢ়া রেল স্টেশন ত্যাগ করে ১০০ গজ সামনে এগিয়ে বিকল হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন।

এতে আটকে যায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের প্রবেশ মুখ। ১টা ২০ মিনিটে ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয় ঢাকা থেকে।

পরবর্তীতে বেলা আড়াইটা নাগাদ বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সড়কের উপর থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। তবে দীর্ঘসময় রাস্তার প্রবেশ পথ আটকে থাকায় পাগলা ও পোস্তগোলাগামী যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ জানান, রাস্তার ওপর ট্রেন বিকল হয়ে পড়ায় যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলো ঘুরে শিবুমার্কেট দিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হচ্ছে। ঈদের পর এবং বন্ধের দিন হওয়ার কারণে দূর্ভোগ কিছুটা কম। নইলে এই সমস্যা মোকাবেলা করতে আরও ঝামেলায় পড়তে হতো।

-এএ


সম্পর্কিত খবর