বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ময়মনসিংহে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় হবিরবাড়ী ইউনিয়নের একটি মসজিদে নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষ সংঘর্ষের ঘটনায় মা ও দুই ছেলেসহ চারজন আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

গতকাল শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে ভালুকা হবিরবাড়ী ইউনিয়নে জামিরদিয়া এলাকার দক্ষিণ হবিরবাড়ী বায়তুন নূর জাম মসজিদের সামনে ওই হামলার ঘটনার ঘটে।

জুলহাস উদ্দিন (৩৫), তার ছোট ভাই জুয়েল মিয়া (৩০)। তাদের মা ফাতেমা খাতুন (৬০)। আরেক জনর নাম আম্বিয়া খাতুন (৬০) হামলায় ওই আহত হন।তাদের সবার বাড়ি দক্ষিণ হবিরবাড়ী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ী বায়তুন নূর জামে মসজিদে প্রায় পাঁচ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছেন মাহমুদুর রহমান নাম এক ব্যক্তি। বর্তমান ইমামকে বাদ দিয়ে আরও ভালো মানের ইমাম নিয়োগ দিতে চান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন।

এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাকি মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদের সামনে জুলহাস ও জুয়েলর উপর বাদল, কাজল, শহিদ, রফিকুলসহ আরও কয়েকজন হামলা করে। ওই সময় জুলহাস ও জুয়েলকে উদ্ধার করতে আসলে ফাতেমা ও আম্বিয়া খাতুন আহত হন।

জুলহাস জানান, তিনি নামাজ পড়তে আসলে মসজিদের সামনে বাদলরা চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় দুইজনকে উদ্ধার করতে আসলে তাদের মাসহ আরেকজন হামলার শিকার হন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তারা এ বিষয়টি খতিয়ে দেখবেন। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ