আওয়ার ইসলাম: হজযাত্রার শেষ ফ্লাইট ঢাকা ছাড়বে ৫ আগস্ট। এই সময়ে কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। নির্ধারিত সাড়ে ৩ লাখ টাকা পরিশোধের পরও হজ এজেন্সি সাউদিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন দুইজন।
আজ শনিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এসব অভিযোগ করেন যাত্রীরা।
হজ অফিস বলছে, যেসব এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে হজযাত্রা শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি হজ অফিসের।
বৃহস্পতিবার বাতিল হওয়া সৌদি এয়ার লাইন্সের হজ ফ্লাইটের ৩৬২ যাত্রীকে আজ বিকেলে সৌদি পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ ঢাকা থেকে হজফ্লাইট ছেড়ে যাবে ১৩টি। এখন পর্যন্ত ৩১২টি হজ ফ্লাইটে ১ লাখ ১০ হাজার যাত্রী ঢাকা ছেড়েছেন।
-এটি