আওয়ার ইসলাম: দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা তদারকি করতে সহযোগী অধ্যাপকের নিচে নয় এমন একজন চিকিৎসককে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রাখতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়াদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বেসরকারি হাসপাতালগুলোকেও মানবিক দিক বিবেচনা করে এ ব্যবস্থা নিতে বলেছেন।
একইসঙ্গে আদালত এডিস মশা নির্মূলে দেশের বাইরে থেকে কার্যকর ওষুধ আনতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন।
দ্রুত ওষুধ আনার জন্য সিটি করপোরেশনকে সব ধরণের সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সকালে দেশের বাইরে থেকে ওষুধ আনা নিয়ে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে স্থানীয় সরকার বিভাগের সচিবকে তলব করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটির পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইমাম টিপু।
-এটি